জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান কিভাবে করবেন

 

আমরা সকলেই জানি যে, জন্ম নিবন্ধন এর নতুন আবেদন থেকে শুরু করে যাবতীয় কার্যক্রম এখন অনলাইনের মাধ্যমে করতে হচ্ছে এবং নতুন জন্ম নিবন্ধন সনদ তৈরি করতে হলে অনলাইনে আবেদন করতে হচ্ছে। জন্ম নিবন্ধন এর নতুন একটি নিয়ম চালু হয়েছে এবং এই নিয়মের মাধ্যমে আপনি আপনার জন্ম নিবন্ধন সনদের তথ্য অনুসন্ধান করতে পারবেন। বর্তমানের নিয়ম অনুসারে সকল জন্ম নিবন্ধন সনদ অনলাইনে করা হয়ে থাকলেও অতীতের যে সকল জন্ম নিবন্ধন সনদ রয়েছে সেগুলো যদি আপনারা যাচাই করে দেখতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই তথ্য অনুসন্ধান করতে হবে। তাছাড়া অনেক মানুষ আছেন যারা জন্ম নিবন্ধন এর অনলাইন কপি অনলাইন থেকে ডাউনলোড করতে চান।

প্রকৃতপক্ষে অনলাইন থেকে জন্ম নিবন্ধন সনদের অনলাইন কপি ডাউনলোড করা সম্ভব নয় অনেক ক্ষেত্রে আপনি যেটা করতে পারবেন সেটি হল যে, তথ্য অনুসন্ধান করে সেখানে সকল তথ্য দেখে নেওয়ার পাশাপাশি স্ক্রিনশট দিয়ে সেভ করে দিতে পারেন। তাই, জন্ম নিবন্ধন সনদের তথ্য অনুসন্ধান করার নিয়ম আজকে আমাদের ওয়েবসাইটে আলোচনা করা হলো যাতে আপনারা আপনাদের মোবাইল ফোনে ঘরে বসে ইন্টারনেট কানেকশনের মাধ্যমে তথ্য অনুসন্ধান করে দেখতে পারেন।

জন্ম নিবন্ধন সনদ যখন আপনারা অনুসন্ধান করতে যাবেন তখন অবশ্যই আপনাদের জন্ম নিবন্ধন সনদের থাকা 17 ডিজিটের নাম্বার মনে রাখতে হবে। কারণ জন্ম নিবন্ধন সনদের নাম্বার প্রত্যেকটি ব্যক্তির জন্য একটি স্বতন্ত্র নাম্বার এবং এই নাম্বারের মাধ্যমে একজন ব্যক্তিকে সঠিকভাবে শনাক্ত করা যায়। জন্ম নিবন্ধন সনদ যদি আপনি অনুসন্ধান করতে যান তখন আপনাকে অবশ্যই নাম্বার সংগ্রহ করে রাখতে হবে। যদি কেউ জন্ম নিবন্ধন সনদ হারিয়ে ফেলেন অথবা জন্ম নিবন্ধন সনদ এর নাম্বার মনে রাখতে না পারেন তাহলে আমাদের ওয়েবসাইটে এ বিষয়ে বিস্তারিত তথ্য আলোচনা করা হয়েছে।

জন্ম নিবন্ধন সনদ হারিয়ে গেল বর্তমান সময়ে অনলাইনের মাধ্যমে তার নাম্বার সংগ্রহ করা যাচ্ছে এবং অনলাইনে আবেদনের মাধ্যমে প্রতিলিপি সংগ্রহ করা যাচ্ছে। জন্ম নিবন্ধন সনদের তথ্য অনুসন্ধান করার ক্ষেত্রে আপনাদের যে নিয়ম জানতে হবে সেটি হল সঠিকভাবে তথ্য অনুসন্ধান করা। তথ্য অনুসন্ধান করতে আপনাদেরকে যে কোন ব্রাউজার থেকে সার্চ ইঞ্জিনকে জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান লিখে সার্চ করে প্রথম ওয়েব সাইটে প্রবেশ করতে হবে। তারপরের প্রথম ওয়েব সাইটে যাওয়ার পর আপনারা অবশ্যই আপনাদের জন্ম নিবন্ধন সনদের থাকা যে নাম্বার সেটি প্রদান করবেন এবং এক্ষেত্রে নির্ভুলভাবে ধীরেসুস্থে নাম্বার প্রদান করতে হবে।

তারপরে আপ্নারা জন্মতারিখের ঘরে গিয়ে যে ক্যালেন্ডার দেখতে পাবেন সেখান থেকে সর্বপ্রথম এর জন্ম মাস সিলেক্ট করবেন। তারপরে জন্ম তারিখ এর উপরে ক্লিক করলেই সেই ঘরের ক্যালেন্ডার বন্ধ হয়ে যাবে এবং বর্তমানের সাল ২০২২ সেখানে উল্লেখ থাকবে। এক্ষেত্রে আপনাকে আবার সেই তারিখের ঘরে যেতে হবে এবং জন্মসাল কেটে দিয়ে আপনার জন্ম সাল লিখে দিবেন। এক্ষেত্রে সঠিকভাবে তারিখ দিয়ে দেওয়ার পর আপনাদের নিচে যেতে হবে এবং নিচে গিয়ে দেখতে পারবেন যে একটি গণিতের সমস্যা তৈরি করা আছে। সমস্যার সমাধান করে আপনাদেরকে সঠিক উত্তর বসাতে হবে এবং সঠিক উত্তর বসিয়ে অনুসন্ধান অথবা সার্চ অপশনে ক্লিক করতে হবে।

সার্চ অপশনে ক্লিক করলেই আপনার যে সকল তথ্য প্রদান করা হয়েছে সেই তথ্যের উপর ভিত্তি করে আপনার জন্ম নিবন্ধনের তথ্য অনুসন্ধানের ফলাফল সেখানে প্রদর্শন করা হবে। সেখানে জন্ম নিবন্ধন এর নাম্বার অনুসারে সেই ব্যক্তির নাম সহ অভিভাবকের তথ্য এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য প্রদর্শন করা হবে। উপরের উল্লেখিত নিয়ম অনুসারে আপনার জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান করতে পারেন।

তবে কেউ যদি সার্চ করে না যেতে চান তাহলে https://everify.bdris.gov.bd/ লিংক কপি করে নিয়ে সার্চ ইঞ্জিনে পেস্ট করুন এবং ওয়েবসাইটে প্রবেশ করে উপরের উল্লেখিত নিয়ম অনুসরণ করে প্রয়োজনীয় তথ্য প্রদান করে সার্চ করুন। আমরা মনে করে যে আপনারা জন্ম নিবন্ধনের তথ্য অনুসন্ধান করার বিস্তারিত তথ্য জানতে পেরেছেন এবং কোন খানে যদি বুঝতে না পারেন তাহলে আমাদের প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ।

Post a Comment

Previous Post Next Post