কম্পিউটার সম্পর্কে সাধারণ জ্ঞান – প্রশ্ন ও উত্তর
কম্পিউটার সম্পর্কে সাধারণ জ্ঞান
✬প্রশ্ন: কম্পিউটারের আবিষ্কারক কে?
উত্তর: হাওয়ার্ড এ্যাইকিন।
✬প্রশ্ন: কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে?
উত্তর: Rom
✬প্রশ্ন: কম্পিউটারে কোনটি নেই?
উত্তর: বুদ্ধি বিবেচনা।
✬প্রশ্ন: কোনটি কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে?
উত্তর: সেন্ট্রাল প্রসেসিং ইউনিট।
✬প্রশ্ন: কম্পিউটার শব্দের অর্থ কি?
উত্তর: গননাকারী যন্ত্র।
✬প্রশ্ন: ই-মেইল কি?
উত্তর: ইলেকট্রনিক মেইল।
✬প্রশ্ন: কম্পিউটারের ব্রেইন বলা হয় কাকে?
উত্তর: মাইক্রো প্রসেসর।
✬প্রশ্ন: কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে কি বলে?
উত্তর: হার্ডওয়্যার।
✬প্রশ্ন: বর্তমান কম্পিউটার জগতের কিংবদন্তি কে?
উত্তর: বিল গেটস।
✬প্রশ্ন: কম্পিউটার বায়োস (BIOS) কি?
উত্তর: Basic Input-Output System
✬প্রশ্ন: কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে কি বলা হয়?
উত্তর: মাদারবোর্ড।
✬প্রশ্ন: কম্পিউটার র্যাম কি?
উত্তর: স্মৃতিশক্তি।
✬প্রশ্ন: কম্পিউটারের এই ‘#’ চিহ্ন কে কি বলে?
উত্তর: হ্যাস চিহ্ন।
✬প্রশ্ন: Net অর্থ কি?
উত্তর: জাল।
✬প্রশ্ন: মাইক্রো শব্দের অর্থ কি?
উত্তর: ক্ষুদ্রাকার।
✬প্রশ্ন: অসংখ্য কম্পিউটারের সমন্বয়য়ে গঠিত বিশ্বব্যাপী কম্পিউটার নেটওয়ার্ককে কি বলা হয়?
উত্তর: ইন্টারনেট।
✬প্রশ্ন: কম্পিউটারের ব্যবহার নয় কোনটি?
উত্তর: স্বপ্ন দেখা।
✬প্রশ্ন: মাউস ক্লিক বলতে কি বুঝায়?
উত্তর: মাউসের বাম বোতামে চাপা।
কম্পিউটার সম্পর্কে সাধারণ জ্ঞান
✬প্রশ্ন: কম্পিউটার শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে?
উত্তর: Compute শব্দ থেকে।
✬প্রশ্ন: কম্পিউটারে কয় ধরনের ড্রাইভ থাকে?
উত্তর: ৩ ধরনের।
✬প্রশ্ন: পাওয়ার-পয়েন্ট ফাইলকে কি বলা হয়?
উত্তর: প্রেজেনটেশন।
✬প্রশ্ন: কোনটি ডাটা সংরক্ষণ ও স্থানান্তরের ব্যবহৃত হয়?
উত্তর: পেনড্রাইভ।
✬প্রশ্ন: কম্পিউটারে বাংলা লেখার সফটওয়্যারের নাম কি?
উত্তর: বিজয়।
✬প্রশ্ন: তথ্য প্রযুক্তির শাখা নয় কোনটি?
উত্তর: ডাক বিভাগ।
✬প্রশ্ন: অপারেটিং সিষ্টেম হচ্ছে-
উত্তর: মানুষের মস্তিস্কের বুদ্ধি।
✬প্রশ্ন: Find কমান্ড থাকে কোন মেনুতে?
উত্তর: Edit
✬প্রশ্ন: অক্ষরের আকার আকৃতি পরিবর্তন করতে হয়-
উত্তর: ফন্ট ডায়লগ বক্সে।
✬প্রশ্ন: মানুষের দেহকে যদি হার্ডওয়্যার ধরা হয় তাহলে সফ্টওয়্যার-
উত্তর: প্রাণ।
✬প্রশ্ন: কম্পিউটারের বুদ্ধি মা্নুষের চেয়ে-
উত্তর: কম।
✬প্রশ্ন: কম্পিউটারে ব্যবহৃত প্রোগ্রাম সমষ্টিকে কি বলে?
উত্তর: সফটওয়্যার।
✬প্রশ্ন: কম্পিউটারের কাজের গতি কি দ্বারা প্রকাশ করা হয়?
উত্তর: ন্যানো সেকেন্ড।
✬প্রশ্ন: কোনটি ছাড়া হার্ডওয়্যার কাজ করে না?
উত্তর: সফ্টওয়্যার।
✬প্রশ্ন: কোন কাজ করার জন্য কম্পিউটারকে কি প্রদান করতে হয়?
উত্তর: তথ্য বা ডাটা।
✬প্রশ্ন: কম্পিউটার কিভাবে তথ্য প্রক্রিয়ার কাজ করে?
উত্তর: নির্দেশ অনুযায়ী।
✬প্রশ্ন: কম্পিউটার যন্ত্র কোন ভাষা বোঝে?
উত্তর: নিজস্ব ভাষা।
✬প্রশ্ন: কম্পিউটারের আউটপুট যন্ত্র নয় কোনটি?
উত্তর: স্ক্যানার।
✬প্রশ্ন: সবচেয়ে শক্তিশালী কম্পিউটার হলো-
উত্তর: সুপার কম্পিউটার।
✬প্রশ্ন: কম্পিউটার কার নির্দেশ অনুযায়ী কাজ করে?
উত্তর: মানুষের।
✬প্রশ্ন: শুরুতে কম্পিউটার দিয়ে কোন কাজটি করানো হত?
উত্তর: গণনার।
✬প্রশ্ন: কার্সর (Cursor) কি?
উত্তর: আলোক রেখা।
✬প্রশ্ন: উইন্ডোজ আসলে কিসের মতো?
উত্তর: খোলা জানালা।
✬প্রশ্ন: অক্ষর কাটা বা মোছার জন্য কোন কমান্ড ব্যবহার করা হয়?
উত্তর: ডিলিট বা ব্যাকস্পেস।
✬প্রশ্ন: কোন বিজ্ঞানী কম্পিউটার ভাইরাস নামকরণ করেন?
উত্তর: ফ্রেড কোহেন।
✬প্রশ্ন: ডেটা ফাইলসমুহ আক্রমণ করে কোন ভাইরাস?
উত্তর: ম্যাক্রো ভাইরাস।
✬প্রশ্ন: মাউসকে ঝুলিয়ে ধরনের কিসের মতো দেখায়?
উত্তর: ইদুরের মত।
✬প্রশ্ন: ফাইল সেভ করার জন্য কোন মেনুর প্রয়োজন?
উত্তর: ফাইল মেনু।
✬প্রশ্ন: কম্পিউটার ভুল ফলাফল প্রদর্শন করলে বুঝতে হবে-
উত্তর: ডাটা ইনপুট করায় ভুল হয়েছে।
✬প্রশ্ন: ইনপুট ডিভাইস কোনটি?
উত্তর: কিবোর্ড।
✬প্রশ্ন: 0-09 পর্যন্ত Key গুলোর নাম কি?
উত্তর: Numeric key.
✬প্রশ্ন: কোনটি স্পেশাল Key?
উত্তর: Space bar
✬প্রশ্ন: MS word-এ Select All এর শর্টকাট কমান্ড কি?
উত্তর: Ctrl+A
✬প্রশ্ন: LAN এর পূর্ণ নাম লিখ?
উত্তর: Local Area Network
✬প্রশ্ন: WWW এর পূর্ণ নাম লিখ?
উত্তর: World Wide Web
✬প্রশ্ন: Save কোন মেনুতে রয়েছে?
উত্তর: File মেনুতে ।
✬প্রশ্ন: মেনুবারে কয়টি মেনু আছে।
উত্তর: ৯টি।
✬প্রশ্ন: Save এর সর্টকাট কমান্ড লিখ।
উত্তর: Ctrl+S
✬প্রশ্ন: MS word-এ Symbol কোন মেনুতে আছে?
উত্তর: Insert
✬প্রশ্ন: File অর্থ কি?
উত্তর: নথিপত্র।
✬প্রশ্ন: Data Processing কয় প্রকার?
উত্তর: ৩ প্রকার।
✬প্রশ্ন: জ্জ্ব কিভাবে লিখতে হয়?
উত্তর: জ্ জ্ ব
✬প্রশ্ন: IBM PC প্রথম বাজারে আসে-
উত্তর: ১৯৮১ সালে।
✬প্রশ্ন: মাইক্রোসফ্ট উইন্ডোজ 3.1 বাজারে আসে-
উত্তর: ১৯৯২ সালে।
✬প্রশ্ন: Apple Computer কত সালে বাজারে আসে?
উত্তর: ১৯৭৬ সালে।
✬প্রশ্ন: MS word-এ New document নেয়ার জন্য কোন মেনুতে ক্লিক করতে হয়?
উত্তর: File
✬প্রশ্ন: পুরাতন ডকুমেন্ট Open করার জন্য কোন মেনুতে ক্লিক করতে হয়?
উত্তর: File
✬প্রশ্ন: Save অর্থ কি?
উত্তর: সংরক্ষণ করা।
✬প্রশ্ন: ক্যাপস লক কী জন্য ব্যবহার হয়?
উত্তর: বড় হাতের লেখার জন্য।
✬প্রশ্ন: কীবোর্ডে এ্যারো কী-এর সংখ্যা কয়টি?
উত্তর: ৪টি।
✬প্রশ্ন: কিবোর্ডে কয়টি Alt Key আছে?
উত্তর: ২টি।
✬প্রশ্ন: কিবোর্ডে Windos Key কয়টি?
উত্তর: ২টি।
✬প্রশ্ন: কিবোর্ডে ESC কয়টি?
উত্তর: ১টি।
✬প্রশ্ন: কিবোর্ডে Home Key কয়টি?
উত্তর: ১টি।
✬প্রশ্ন: কোন কম্পিউটার কে পার্সোনাল কম্পিউটার বলা হয়?
উত্তর: মাইক্রো কম্পিউটার।
✬প্রশ্ন: অপারেটিং সিষ্টেম কি নিয়ন্ত্রণ করে থাকে?
উত্তর: পুরো কম্পিউটার সিষ্টেম।
✬প্রশ্ন: ইউপিএস কত প্রকার?
উত্তর: ২ প্রকার।
✬প্রশ্ন: এইচটিএমএল একটি-
উত্তর: প্রোগ্রাম।
✬প্রশ্ন: কে এইচটিএমলএল ভাষার রূপদান করেন?
উত্তর: বার্নার্স লী।
✬প্রশ্ন: শিক্ষার্থীরা সহজে আয়ত্ত করতে পারে কোন প্রোগ্রাম?
উত্তর: বেসিক প্রোগ্রাম।
✬প্রশ্ন: কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ?
উত্তর: সি
✬প্রশ্ন: ওরাকল কোন ধরনের প্রোগ্রাম?
উত্তর: ডাটাবেজ।
✬প্রশ্ন: ০ ও ১ এই দুটি সংখ্যার প্রত্যেকটিকে কি বলে?
উত্তর: বিট।
✬প্রশ্ন: কম্পিউটার ইনপুট দেয়ার জন্য ব্যবহৃত যন্ত্রকে কি বলে?
উত্তর: ইনপুট ডিভাইস।
✬প্রশ্ন: LCD (Liquid Crystal Display) এর জনক কে?
উত্তর: সুইস পদার্থবিদ মার্টিন সাউট।
✬প্রশ্ন: বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি?
উত্তর: পিপীলিকা।
✬প্রশ্ন: মোবাইল ফোনে প্রথম কথা বলা হয় কবে?
উত্তর: ৩ এপ্রিল ১৯৭৩সালে।
✬প্রশ্ন: কম্পিউটারের কাজের গতি কি দ্বারা প্রকাশ করে?
উত্তর: ন্যানো সেকেন্ড।
✬প্রশ্ন: কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ পেশায় কি ছিলেন?
উত্তর: গণিতবিদ।
✬প্রশ্ন: চ্যাট (Chat) অর্থ কি?
উত্তর: খোশগল্প করা।
✬প্রশ্ন: মাইক্রো শব্দের অর্থ কি?
উত্তর: ক্ষুদ্রাকার।
✬প্রশ্ন: নিউমেরিক কি প্যাড কোথায় থাকে?
উত্তর: কীবোর্ডের ডান দিকে।
✬প্রশ্ন: সফটওয়্যার এর অন্তর্ভুক্ত নয় কোনটি?
উত্তর: মনিটর।
✬প্রশ্ন: ফাইল কপি বা স্থানান্তর প্রক্রিয়ার চুড়ান্ত নির্দেশ হল-
উত্তর: Copy
✬প্রশ্ন: একসিস কোন ধরনের প্যাকেজ প্রোগ্রাম?
উত্তর: ডেটাবেজ।
✬প্রশ্ন: পাওয়ার পয়েন্ট ফাইলেক কি বলা হয়?
উত্তর: প্রেজেন্টেশন।
✬প্রশ্ন: কম্পিউটারে হিসাব নিকাশ করার জন্য কোন সফটওয়্যারটি সর্বাধিক উপযোগী?
উত্তর: এম.এস.এক্সেল।
✬প্রশ্ন: কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রুতগতিতে উন্নতমানের প্রিন্ট প্রদানে সক্ষম?
উত্তর: লেজার প্রিন্টার।
✬প্রশ্ন: কোন কোম্পানির মাইক্রো প্রসেসর দিয়ে আইবিএম পিসি তৈরী?
উত্তর: ইন্টেল।
✬প্রশ্ন: BOL কি?
উত্তর: Bangladesh Online Limited.
✬প্রশ্ন: অপারেটিং সিস্টেম হচ্ছে।
উত্তর: মানুষের মসিত্মস্কের বুদ্ধি।
✬প্রশ্ন: Find কমান্ড কোন মেনুতে থাকে?
উত্তর: Edit মেনুতে।
✬প্রশ্ন: কিসে Close কমান্ড দিলে ডাটাবেজের বিদ্যমান ফাইল বন্ধ হয়ে যায়?
উত্তর: File মেনুর Close কমান্ড দিলে।
✬প্রশ্ন: নোটপ্যাডের ব্যবহার নয় কোনটি?
উত্তর: ছবি আঁকা।
✬প্রশ্ন: উইন্ডোজ -৯৫ কত সালে বাজারে এসেছিল?
উত্তর: ১৯৯৫ সালের ২৫ সেপ্টেম্বর।