সাধারণ জ্ঞান- আন্তর্জাতিক বিষয়াবলীর গুরুত্বপূর্ণ MCQ
১।প্রশ্ন: ভিয়েতনাম কোন দেশ থেকে স্বাধীনতা লাভ করে?
ক. ব্রিটেন
খ. স্পেন
গ. ফ্রান্স
ঘ. পর্তুগাল
উত্তর: গ. ফ্রান্স
২।প্রশ্ন: ভারতের প্রথম মহিলা প্রতিরক্ষামন্ত্রী কে ছিলেন?
ক. ইন্দিরা গান্ধী
খ. সোনিয়া গান্ধী
গ. নির্মলা সীতারাম
ঘ. প্রতিভা পাতিল
উত্তর: ক. ইন্দিরা গান্ধী
৩।প্রশ্ন: বর্তমান বিশ্বের দ্রুততম মানব কে?
ক. আসাফা পাওয়েল
খ. জাস্টিন গ্যাটলিন
গ. উসাইন বোল্ট
ঘ. মরিস গ্রিন
উত্তর: গ. উসাইন বোল্ট
৪।প্রশ্ন: মার্কিন সিনেটরদের মেয়াদ কত বছর?
ক. ৪ বছর
খ. ৩ বছর
গ. ৫ বছর
ঘ. ৬ বছর
উত্তর: ঘ. ৬ বছর
৫।প্রশ্ন: বিশ্ব প্রাণী দিবস হচ্ছে? ক. ৪ অক্টোবর
খ. ২৩ অক্টোবর
গ. ২৯ জুন
ঘ. ১১ ফেব্রুয়ারি
উত্তর: ক. ৪ অক্টোবর
৬।প্রশ্ন: চাঁদে অবতরণ করা চীনা মনুষ্যবীহিন মহাকাশযানের নাম-
ক. Chang’e 4
খ. Change 2
গ. Changu 4
ঘ. Changu’e 3
উত্তর: ক. Chang’e 4
৭।প্রশ্ন: ‘দুনিয়ার মজদুর এক হও’ উক্তিটির প্রবক্তা-
ক. মাও সে তুং
খ. ভ্লিাদিমির লেনিন
গ. নেলসন ম্যান্ডেলা
ঘ. কার্ল মার্ক্স
উত্তর: ঘ. কার্ল মার্ক্স
৮।প্রশ্ন: পে-পাল কোন দেশ ভিত্তিক সংগঠন?
ক. বেলজিয়াম
খ. নেদারল্যান্ড
গ. যুক্তরাজ্য
ঘ. যুক্তরাষ্ট্র
উত্তর: ঘ. যুক্তরাষ্ট্র
৯।প্রশ্ন: “আজমান” শহরটি কোন দেশে অবস্থিত?
ক. সৌদি আরব
খ. বাহরাইন
গ. সংযুক্ত আরব আমিরাত
ঘ. ওমান
উত্তর: গ. সংযুক্ত আরব আমিরাত
১০।প্রশ্ন: থাড(THAAD) কি?
ক. খেলোয়াড়দের সংগঠন
খ. একটি জনপ্রিয় ম্যাগাজিন
গ. ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা
ঘ. একটি বিনোদন কেন্দ্র
উত্তর: গ. ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা
১১।প্রশ্ন: OPEC এর সদর দপ্তর কোথায়?
ক. প্যারিসে
খ. লন্ডনে
গ. রিয়াদ
ঘ. ভিয়েনায়
উত্তর: ঘ. ভিয়েনায়
১২।প্রশ্ন: নিম্নের কে সক্রেটিসের শিক্ষক ছিলেন?
ক. প্লেটো
খ. এরিস্টটল
গ. আলেকজান্ডার
ঘ. এদের কেও নন
উত্তর: ঘ. এদের কেও নন
১৩।প্রশ্ন: ‘মুজিব’ নামক উপন্যাসটি কোন ভাষায় প্রকাশিত হয়?
ক. ফরাসি
খ. জাপানিজ
গ. স্প্যানিশ
ঘ. হিন্দি
উত্তর: খ. জাপানিজ
১৪।প্রশ্ন: জাতিসংঘ মানবাধিকার পরিষদটি কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৪৫ সালে
খ. ১৯৪৭ সালে
গ. ২০০১ সালে
ঘ. ২০০৬ সালে
উত্তর: ঘ. ২০০৬ সালে
১৫।প্রশ্ন: রুয়ান্ডা গনহত্যা পরিচালিত হয় কোন সনে?
ক. ১৯৯০ সালে
খ. ১৯৯১ সালে
গ. ১৯৯৪ সালে
ঘ. ১৯৯৭ সালে
উত্তর: গ. ১৯৯৪ সালে
১৬।প্রশ্ন: সিরিয়ায় আরব বসন্ত শুরু হয়-
ক. ২০১০ সালে
খ. ২০১১ সালে
গ. ২০১২ সালে
ঘ. ২০১৩ সালে
উত্তর: খ. ২০১১ সালে
১৭।প্রশ্ন: মুসলিম ব্রাদারহুডের মতাদর্শ অনুসরণকারী-
ক. হিজবুল্লাহ্
খ. হুথি
গ. আল নুসরা
ঘ. হামাস
উত্তর: ঘ. হামাস
১৮।প্রশ্ন: আধুনিক ভূ-রাজনীতির জনক কে?
ক. গডফ্রে
খ. রুডলফ কেজিলেন
গ. থুকিদিস
ঘ. পামফ্রে
উত্তর: খ. রুডলফ কেজিলেন
১৯।প্রশ্ন: “নরম্যান্ডি” কোনদেশের ভূখন্ড?
ক. জার্মানি
খ. ইংল্যান্ড
গ. ফ্রান্স
ঘ. ইতালি
উত্তর: গ. ফ্রান্স
২০।প্রশ্ন: “এ পৃথিবী আমার” এটি কোন সংস্থার মূলমন্ত্র?
ক. জাতিসংঘ
খ. জাতিপুঞ্জ
গ. ইউরোপীয় ইউনিয়ন
ঘ. সার্ক
উত্তর: ক. জাতিসংঘ
২১।প্রশ্ন: চীন ও রাশিয়ার মর্ধবর্তী দেশটির নাম কী ?
ক. মঙ্গোলিয়া
খ. তাইওয়ান
গ. জাপান
ঘ. উত্তর কোরিয়া
উত্তর: ক. মঙ্গোলিয়া
২২।প্রশ্ন: বিশ্বের সবচেয়ে বড় গনতান্ত্রিক দেশ কোনটি?
ক. চীন
খ. যুক্তরাষ্ট্র
গ. ভারত
ঘ. রাশিয়া
উত্তর: গ. ভারত
২৩।প্রশ্ন: সম্রাজ্যবাদের উদ্ভব হয় কবে?
ক. বিংশ শতাব্দীর প্রথমার্ধে
খ. বিংশ শতাব্দীর শেষার্ধে
গ. উনিশ শতকের প্রথমার্ধে
ঘ. অষ্টাদশ শতাব্দীতে
উত্তর: ক. বিংশ শতাব্দীর প্রথমার্ধে
২৪।প্রশ্ন: ‘ নিয়ন্ত্রণ রেখা’ কোন দুই দেশের মধ্যে অবস্থিত?
ক. ইসরাইল-ফিলিস্তিন
খ. উত্তর ও দক্ষিণ কেরিয়া
গ. ভারত-পাকিস্তান
ঘ. জার্মানী-ফ্রান্স
উত্তর: গ. ভারত-পাকিস্তান
২৫।প্রশ্ন: নিম্নের কোনটি চীন ও ভিয়েতনামের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ?
ক. সেনকাকু দ্বীপ
খ. দিয়াউ দ্বীপ
গ. স্প্রাটলি দ্বীপপুঞ্জ
ঘ. ফকল্যান্ড দ্বীপপুঞ্জ
উত্তর: গ. স্প্রাটলি দ্বীপপুঞ্জ
২৬।প্রশ্ন: জাতিরাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা কে ?
ক. বিসমার্ক
খ. ম্যাকিয়াভেলি
গ. এরিস্টটল
ঘ. প্লেটো
উত্তর: খ. ম্যাকিয়াভেলি
২৭।প্রশ্ন: রাশিয়ার পার্লামেন্টের নাম কী?
ক. ডুমা
খ. সিনেট
গ. ফেডারেল এসেম্বলি
ঘ. নেসেট
উত্তর: গ. ফেডারেল এসেম্বলি
২৮।প্রশ্ন: মিরাজ-২০০০ কোন দেশের যুদ্ধ বিমান?
ক. উত্তর কোরিয়া
খ. পাকিস্তান
গ. ইসরায়েল
ঘ. ভারত
উত্তর: ঘ. ভারত
২৯।প্রশ্ন: বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায়?
ক. জেনেভা
খ. নিউইয়র্ক
গ. ভিয়েনা
ঘ. রোম
উত্তর: ক. জেনেভা
৩০।প্রশ্ন: নতুন বিশ্ব ব্যবস্থা কী ?
ক. একমেরু বিশ্ব ব্যবস্থা
খ. দ্বিমেরে বিশ্ব ব্যবস্থা
গ. এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা
ঘ. বহুকেন্দ্রীক ব্যবস্থা
উত্তর: গ. এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা